Home Bengal CPIM ডেকেছে বনধ, আজ সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল, যাবেন শুভেন্দুও

CPIM ডেকেছে বনধ, আজ সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল, যাবেন শুভেন্দুও

by Shreya Maji
18 views

মহানগর ডেস্ক:   কিছুতেই শান্ত হচ্ছে না সন্দেশখালি। আজ সন্দেশখালির ২ টো ব্লকে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে সিপিআইএম। অন্যদিকে সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আজ সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল  রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় শুভেন্দু এও জানিয়েছেন তাঁকে বা তাঁদের আটকানো হলে ধর্নায় বসবেন। সুতরং বলার অপেক্ষা রাখে না যে আজ সন্দেশখালির পরিস্থিতি বেশ গরম থাকবে। নতুন করে উত্তাপ না ছড়ায় তার জন্য সতর্ক হয়েছে পুলিশ।

সূত্রে জানা গিয়েছে, আজ রাজ্যপাল এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন কথা বলবেন সাধারন মানুষের সঙ্গে। ইতিমধ্যেই রাজ্যপাল  রাজ্য  প্রশাসনের  কাছ থেকে সন্দেশখালির ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছেন। সমস্ত খুঁটিনাটি জিনিস জানতে চেয়েছেন। সন্দেশখালিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা এর মধ্যেই সিপিআইএম ডেকেছে বন্ধ। এই আবহেই আজ ৫০ জন সদস্যকে নিয়ে সেখানে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি আগেই অভিযোগ করে বলেছেন,  “রাজ্য পুলিশ প্রশাসনের মদতেই বাংলার মহিলাদের উপর এই ধরনের বর্বরোচিত ঘটনা ঘটে চলেছে। আমরা এই প্রতিবাদ জানাই। অবিলম্বে সন্দেশখালির দোষিদের চিন্নিত করে কড়া শাস্তির দাবি জানাচ্ছি।”  সব মিলিয়ে আজ গোটা রাজ্যের নজর রয়েছে সন্দেশ খালির দিকে।

উল্লেখ্য,  সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান এখনও অধরা। তাঁকে গ্রেফতারির জন্য উত্তাল হয়ে উঠেছে সন্দেশখালি। প্রতিবাদে রাস্তায় নেমেছেন এলাকার মহিলারা। পরিস্থিতি এতটাই জটিল যে জারি করতে হয়েছে ১৪৪ ধারা, প্রতিবাদে নেমে রবিবার গ্রেফতার হয়েছেন সন্দেশখালির প্রাক্তন বিধায়ক সিপিএম নিরাপদ সর্দারকে। তাঁকে আটক করার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে । জানা গিয়েছে এলাকার আরেও এক তৃণমূল নেতা  শিবু হাজরার করা একটি অভিযোগের ভিত্তিতেই নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved