Home Kolkata TET-এ নয়া নির্দেশ হাইকোর্টের, প্যানেলে যুক্ত আরও ১২ জনের নাম

TET-এ নয়া নির্দেশ হাইকোর্টের, প্যানেলে যুক্ত আরও ১২ জনের নাম

by Mahanagar Desk
22 views

মহানগর ডেস্কঃ  ২০২২ সালের TET নিয়োগ প্রক্রিয়ায় নয়া নির্দেশ আদালতের। প্রাথমিক নিয়োগে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশে প্রথম মেধা তালিকা প্রকাশের পর দ্বিতীয় মেধা তালিকা বার করার কথা বলা হল।

১২ জন মামলাকারীর জন্য এবার বার করতে হবে এই দ্বিতীয় মেধা তালিকা। ওই ১২ জন মামলাকারীর মধ্যে ৪ জনেরই B.Ed এবং D.El.Ed দুটো ডিগ্রিই করা আছে। ২০২২ সালে TET নিয়োগের আবেদন পূরনের সময় তাঁরা B.Ed কেই তাঁদের প্রধান ডিগ্রি বলে আবেদন করেন। পরবর্তিকালে প্রাথমিক নিয়োগের জন্য B.Ed ডিগ্রি যথার্থ নয় এমনটা নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে। এর মধ্যে ৮ জন মামলাকারীর ২টি D.El.Ed ডিগ্রি রয়েছে। একটি মুক্ত বিদ্যাল্যপ্রাপ্ত এবং অপরটি প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা স্বীকৃত। ২০২২ সালে আবেদন পূরনের সময় তাঁরা মুক্ত বিদ্যালয় প্রাপ্ত D.El.Ed নম্বরকেই তাঁদের প্রধান যোগ্যতা হিসেবে বলেন। পরে সুপ্রিম কোর্ট মারফৎ জানানো হয় মুক্ত বিদ্যালয়ের ডিগ্রি এক্ষেত্রে বৈধতা পাবেনা।

সেই ১২ জন মামলাকারীর দাবি সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে তাঁরা তাঁদের দেওয়া তথ্য বদলানোর সুযোগ পায়নি।তাই গত ৩১শে জানুয়ারী মেধাতালিকা প্রকাশের পর হাইকোর্টের কাছে পৌছান তাঁরা। আদালতের বক্তব্য “ পর্ষদকে অনেক বাঁধা পেরতে হচ্ছে এটা থিক।কিন্তু একজন নাগরিকের অধিকার খর্ব করা যায়না”।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved