Home National অমিত শাহকে বলেছিলেন ‘খুনি’, সেই মানহানির মামলা থেকে জামিন পেলেন রাহুল গান্ধী

অমিত শাহকে বলেছিলেন ‘খুনি’, সেই মানহানির মামলা থেকে জামিন পেলেন রাহুল গান্ধী

কংগ্রেস নেতা বলেছেন, এসব করে "রাহুল গান্ধীকে চুপ করানো যাবে না।"

by Shreya Maji
22 views

মহানগর ডেস্ক: ২০১৮ সালের একটি মানহানির মামলায় জামিন দেওয়া হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে । ২০১৮  সালে কর্নাটক নির্বাচনের  রাহুল নাকি অমিত শাহকে খুনি হিসাবে দাবি করেছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতেই করা হয়েছিল মানহানির মামলা।  ওই  ঘটনার জন্য আদালতের নির্দেশে আজ মঙ্গলবার আগে রাগাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হয় তাঁর পরেই সেই মামলা থেকে মুক্তি দিয়েছে আদালত।

সুলতানপুরের জেলা দেওয়ানি আদালত রাহুল গান্ধীকে ৩৬ ঘন্টা আগে একটি সমন জারি করেছিল যাতে  ২০১৮ সালের আগস্টে বিজেপি নেতার দায়ের করা মানহানির মামলায় তার সামনে হাজির হতে হয়। এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা ছেড়ে উত্তর প্রদেশের সুলতানপুরের এক বিশেষ আদালতে আত্মসমর্পণ করতে হয় রাগাকে। জানিয়ে রাখা ভাল, ২০১৮ সালের মে মাসে একটি সাংবাদিক বৈঠকে রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে  ‘হত্যায় অভিযুক্ত’ বলেই দাবি করেছিলেন, ওই বছরই   ৪ অগাস্ট বিজেপি নেতা বিজয় মিশ্র  রাগার বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেছিলেন।  সেই মামলাতেই এদিন জামিন পেলেন রাহুল গান্ধী। রাগা একটি পোস্টে লিখেছেন, “আজ সকালে রাহুল গান্ধী সুলতানপুরের ডিস্ট্রিক্ট সিভিল কোর্টে থাকবেন যেটি তাকে  ৩৬ ঘন্টা আগে একটি সমন জারি করেছিল যাতে  ২০১৮ সালের অগাস্টে বিজেপি নেতার দায়ের করা মানহানির মামলায় হাজির হওয়ার জন্য। ভারত জোড়ো ন্যায় যাত্রা লাইনচ্যুত হবে না। রাহুল গান্ধীকে চুপ করানো যাবে না। ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভয় দেখানো হবে না।”

বিজয় মিশ্রের পক্ষে হাজির হওয়া আইনজীবী সন্তোষ কুমার পান্ডে বলেছেন যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেলে তাকে সর্বোচ্চ ২ বছরের সাজা দেওয়া যেতে পারে। তিনি বলেন,  “কংগ্রেস নেতা রাহুল গান্ধী বেঙ্গালুরুতে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। প্রায় ৫ বছর আগে অমিত শাহ যিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। ৪ অগাস্ট, ২০১৮ সালে, এই মামলাটি এমপির জেলা ও দায়রা আদালতে দায়ের করা হয়েছিল। -এমএলএ কোর্ট সুলতানপুর। সোমবার এমপি এমএলএ কোর্ট সুলতানপুরের বিচারক যোগেশ কুমার যাদব ১৬ ডিসেম্বর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করেছিলেন।” অন্যদিকে বিজয় মিশ্র বলেছেন, “যখন এই ঘটনাটি ঘটেছিল তখন আমি বিজেপির সহ-সভাপতি ছিলাম। রাহুল গান্ধী বেঙ্গালুরুতে অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি একজন খুনি। আমি যখন এই অভিযোগগুলি শুনলাম, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম কারণ আমি দলের একজন ৩৩ বছর বয়সী কর্মী। আমি আমার আইনজীবীর মাধ্যমে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছি এবং এটি প্রায় ৫ বছর ধরে চলতে থাকে। আজ এই সিদ্ধান্ত এলো।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved