Home National আফগানিস্তানের ষড়যন্ত্রে বন্ধ হলো দিল্লির আফগান দূতাবাস 

আফগানিস্তানের ষড়যন্ত্রে বন্ধ হলো দিল্লির আফগান দূতাবাস 

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: বন্ধ হলো দিল্লির আফগান দূতাবাস। গত মে মাস থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল কুখ্যাত হাক্কানি নেটওয়ার্কের এক নেতাকে দিল্লির দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হিসাবে নিযুক্ত করেছে তালিবান।

ভারতে নিযুক্ত তৎকালীন আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুদজে এক বিবৃতিতে জানিয়েছিলেন, ”আফগানিস্তান ইসলামিক প্রজাতন্ত্র এক ব্যক্তির নয়াদিল্লিতে তালিবানের প্রতিনিধি হওয়ার দাবিকে অস্বীকার করছে। দূতাবাস আফগান নাগরিকদের সমর্থনের প্রতি ভারত সরকারের অবস্থানের প্রশংসা করছে।” আগে থেকেই তথ্য  জানিয়ে দেওয়া হয়েছিল। দিল্লির আফগান দূতাবাস সেই কথা মতোই শুক্রবার থেকে বন্ধ হয়ে গেল।আফগানিস্তানের পূর্ববর্তী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নিযুক্ত কূটনীতিকদের হাতেই এই দূতাবাসের দখল ছিল। দিন কয়েক ধরেই এই নিয়ে চলছিল দ্বন্দ্ব।সূত্রের খবরে জানা গিয়েছে, আফগান দূতাবাস গত বুধবার বিদেশ মন্ত্রককে চিঠি দেয়।

চিঠিতে জানানো হয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। মাত্র তিনজন আফগান কূটনীতিক ছিলেন বর্তমানে দিল্লির আফগান দূতাবাসে। তাঁরা ফ্রান্সের উদ্দেশে রওনা হন বৃহস্পতিবার রাতেই।প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি আমলে নিযুক্ত দিল্লির আফগান দূতাবাসের কর্মীদের সঙ্গে তালিবান প্রশাসনের কিছুতেই বনিবানা হচ্ছিল না। তালিবান এর আগেও দিল্লিতে আফগানিস্তানের দূতাবাস দখল করার চেষ্টা চালিয়েছে। সূত্রের খবর,কাবুল থেকে টাকা না মেলার দরুন আফগান দূতাবাসেক কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে।মোল্লা আখুন্দজাদার দল এবার নতুন করে কাজ শুরু হলে দায়িত্ব নিতে পারে।এবার ভারত কি তা মেনে নেবে, সেটাই দেখার।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved