Home Kolkata “আপনার সময় শেষ দিদি”, লোকসভায় বঙ্গে BJP কটা আসন পাবে শুভেন্দুকে পাশে নিয়ে জানালেন অমিত শাহ

“আপনার সময় শেষ দিদি”, লোকসভায় বঙ্গে BJP কটা আসন পাবে শুভেন্দুকে পাশে নিয়ে জানালেন অমিত শাহ

by Shreya Maji
14 views

কলকাতা: আজ কলকাতায় বিজেপির মেগা সভা চলছে। সেখানেই উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপির এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে কলকাতার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যলেঞ্জ ছুঁড়ে দিলেন অমিত শাহ। জানিয়ে দিলেন আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি ঠিক কতগুলি আসন পাবে।

অমিত শাহের বঙ্গে আগমন নিয়ে চর্চা তো চলছিলই। তারমধ্যেই  অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্কে  জড়ানোর কারনে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া শাস্তি দেওয়া হয় এবং চলতি শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। এই আবহেই শুভেন্দুকে পাশে নিয়ে শাহ মমতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে হুঙ্কার দিয়ে বলেছেন, “বাংলার মানুষ বলছে দিদি আপনার সময় এবার শেষ হয়ে গিয়েছে। আজ বাংলার ১৮ লোকসভা আসন, ৭৭ বিধানসভা আসন বিজেপিকে দিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এখানে পরের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে। বাংলায় ২ কোটি ৩০ লাখ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আমাদের নেতা শুভেন্দু অধিকারীকে দিদি দ্বিতীয়বার বিধানসভা থেকে বরখাস্ত করে দিয়েছেন। আমি বলছি, দিদি কান খুলে শুনে নিন শুভেন্দুজিকে আপনি বিধানসভার বাইরে বের করতে পারেন। কিন্তু, বাংলার জনতাকে চুপ করাতে পারবেন না।”

কেবল অমিত শাহ নয় সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারীও। বাংলার শাসক দল ও মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেছেন,  “কালকে বিধানসভা থেকে তাড়িয়েছে আমাকে। আমি আপনাদের মাধ্যমে বলছি লোকসভা নির্বাচনে মমতা নির্বাচনে সাসপেন্ড করবেন তো?”  উল্লেখ্য, গতবারেরর লোকসভা নির্বাচনে ৪২টি আসনের মধ্যে ৩৫টি আসন বিজেপি দখল করবে বলে টার্গেট দিয়েছিল বিজেপি। পেয়েছিল ১৮টি আসন। তারপর জল অনেকদূর গরড়িয়েছে একাধিক বিজেপি সাংসদ  বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। এখন এটাই দেখার বিজেপি কতগুলি আসন পায়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved