Home National সংসদ হানার মূল চক্রীর সঙ্গে তৃণমূল বিধায়কের সেলফি, বোমা ফাটাল বিজেপি

সংসদ হানার মূল চক্রীর সঙ্গে তৃণমূল বিধায়কের সেলফি, বোমা ফাটাল বিজেপি

by Mahanagar Desk
10 views

মহানগর ডেস্ক: সংসদে হানা নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই মূল চক্রী ললিত ঝাঁয়ের সঙ্গে তৃণমূল বিধায়কের সেলফি ছবি সামনে এনে বোমা ফাটাল বিজেপি। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস এবং গোটা ইন্ডিয়া ব্লক সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় যুক্ত,তখন পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস বিজেপির মাইসুরুর সাংসদের দুই অনুপ্রবেশকারীকে ভিজিটর পাস ইস্যু করার বিষয়টি তুলে ধরেছে। গতকাল থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহা। জানা গিয়েছে বিজেপি সাংসদের অফিস দুই অভিযুক্ত সাগর শর্মা ও মনোরঞ্জনকে ভিজিটর পাস দেওয়ার ব্যাপারে সক্রিয় ভূমিকা নিয়েছিল।

ওই দুজন সংসদের ভিজিটর গ্যালারিতে স্মোক বোমা লুকিয়ে নিয়ে এসেছিল। লোকসভার অধিবেশন চলার মাঝপথেই তারা গ্যালারি থেকে লাফ দিয়ে মেঝেতে নেমেছিল। তারপরই তাদের মাটিতে পেড়ে ফেলেন সাংসদেরা ও নিরাপত্তা রক্ষীরা। সংসদে হানার মূল পাণ্ডা পশ্চিমবঙ্গের বাসিন্দা পেশায় শিক্ষক ললিত অবশেষে দিল্লির কর্তব্যপথ থানায় নিজেই গিয়ে আত্মসমর্পণ করেছেন। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৬।

বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মূল পাণ্ডা ললিত ঝাঁয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক তাপস রায়ের ছবি এক্সে পোস্ট করেন। ক্যাপশন দেওয়া হয়েছে সংসদ হানার মূল পাণ্ডা ললিত ঝাঁয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রবীণ  বিধায়ক তাপস রায়ের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এটা কি যথেষ্ট নয় সংসদে হানার পেছনে তৃণমূল কংগ্রেসের নেতার যোগসাজশ রয়েছে? বিষয়টি আরও খোলসা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর অভিযোগ এখনও পর্যন্ত সংসদে হানার সঙ্গে যুক্তদের সঙ্গে কংগ্রেস,সিপিআই(মাওইস্ট), এবং তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে। যদিও এর পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস জানিয়েছে বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের কারণেই সংসদের নিরাপত্তা তলানিতে এসে পৌঁছেছে।

গতকালই তদন্তকারীরা জানিয়েছিলেন অভিযুক্ত সাগর শর্মা ও মনোরঞ্জন মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অফিস থেকে ভিজিটর পাস জোগাড় করেছিলেন। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি সাংসদ অভিযুক্তদের সঙ্গে কোনওরকম যোগাযোগের কথা অস্বীকার করেছেন। অন্যদিকে বিরোধী দল প্রতাপ সিমহাকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছে। তাদের দাবি, সংসদের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে গণ্য করা হোক।    

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved