Home Bengal সকাল সকাল আশা কর্মীদের সুখবর শোনালেন মুখ্য়মন্ত্রী, পাল্টা ‘ঘুষ’ বলে কটাক্ষ দিলীপের

সকাল সকাল আশা কর্মীদের সুখবর শোনালেন মুখ্য়মন্ত্রী, পাল্টা ‘ঘুষ’ বলে কটাক্ষ দিলীপের

লোকসভাকে পাখির চোখ করে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক-বিরোধী।

by Pallabi Sanyal
41 views

মহানগর ডেস্ক : সকাল সকাল আশা কর্মীদের সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে কার্যত বড় ঘোষণা করলেন তিনি। একদিকে বারাসতে আজ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিন সকালেই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। লোকসভাকে পাখির চোখ করে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক-বিরোধী। আর এবার মুখ্যমন্ত্রীর ঘোষণাকে ঘুষ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এপ্রিল থেকে আশা কর্মীদের বেতন ৭৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তারা আমাদের গর্ব কারণ তারা কঠোর পরিশ্রম করে। তারা সমস্ত খারাপ সময়ে আমাদের সমর্থন করে। আমি ঘোষণা করতে পেরে খুশি যে তাদের বেতন এপ্রিল থেকে ৭৫০ টাকা বাড়ানো হয়েছে৷ আইসিডিএস সহকারীরা প্রায় ৬,০০০ টাকা পান, ১ এপ্রিল থেকে তাদের বেতন ৫০০ টাকা বাড়ানো হবে৷ আমি আশা করি তারা জীবনে আরো ভাল করবে৷ ‘মা মাটি মানুষ’ সরকার সবসময় পাশে থাকবে জনগণ।”

পাল্টা দিলীপ ঘোষ বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাওয়ার জন্য নির্বাচনের আগে ঘুষ দেন। দুই মাস পরে, তিনি বলবেন আমাদের কাছে টাকা নেই তাই আমরা এই প্রকল্পটি বন্ধ করছি। রাজ্যের মানুষ সমস্যায় পড়েছেন। নারীদের নিরাপত্তা নেই, চাকরি/শিক্ষা/স্বাস্থ্য পরিষেবাও নেই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুক্তি চায়।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved