Home National লোকসভা নির্বাচনে আগে ‘ন্যায় পত্র’ নামে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস, যা যা প্রতিশ্রুতি দিল…

লোকসভা নির্বাচনে আগে ‘ন্যায় পত্র’ নামে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস, যা যা প্রতিশ্রুতি দিল…

by Shreya Maji
25 views

মহানগর ডেস্ক:  সামনেই লোকসভা নির্বাচন। তাতেই বিজেপিকে হারাতে মরিয়া কংগ্রেস।  পুনরায় কংগ্রেস ক্ষমতা দখল করতে পারবে কিনা তা যদিও সময় বলবে তবে তার আগে ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছে গ্র্যান্ড ওল্ড পার্টি।

কংগ্রেস আজ বেকারত্বের উপর  জোর দিয়ে লোকসভা নির্বাচনের জন্য তার ইশতেহার প্রকাশ করেছে। যেখানে আর্থ-সামাজিক বর্ণ শুমারির প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেস জানিয়েছে   যদি তাদের দল ক্ষমতায় আসে তবে  দলটি “জাতি এবং উপ-জাতি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার সনাক্তকরণের জন্য” দেশব্যাপী বর্ণ শুমারি পরিচালনা করবে। কংগ্রেস এটাও বলেছে যে তথ্যের উপর ভিত্তি করে, এটি জাতিগুলির জন্য এজেন্ডাকে শক্তিশালী করবে যার ইতিবাচক পদক্ষেপের প্রয়োজন। কংগ্রেস তাদের ইস্তেহারে জানিয়েছে, শিক্ষানবিশের অধিকার, MSP-এর জন্য একটি আইনি গ্যারান্টি, এবং SC, ST এবং OBC দের জন্য সংরক্ষণের  ৫০ শতাংশ  আসন বাড়ানোর জন্য একটি সাংবিধানিক সংশোধনী পাস করা হল শুক্রবার প্রকাশিত লোকসভা নির্বাচনের ঘোষণাপত্রে কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি।

‘ন্যায় পত্র’ শিরোনামের ইশতেহারটি দিল্লির সদর দফতরে  কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের দ্বারা প্রকাশিত হয়েছে। নয়াদিল্লিতে এই অনুস্থানে উপস্থিত ছিলেন  সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং পি চিদাম্বরমও । বিরোধী দল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরে অনুমোদিত পদে প্রায় ৩০ লক্ষ শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। দলটি আরও বলেছে যে এটি ক্ষমতায় এলে বৈষম্য ছাড়াই সমস্ত জাতি এবং সম্প্রদায়ের জন্য অর্থনৈতিকভাবে দুর্বল অংশের (EWS) জন্য চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশ কোটার ব্যবস্থা করবে। তা ছাড়াও সর্বজনীন স্বাস্থ্যসেবার জন্য  ২৫ লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন বীমার রাজস্থান মডেল  প্রয়োগ করা হবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved