Home Bengal মমতার বাবা তুলে কথা! দিলীপের ওপর ঝাঁপিয়ে পড়ল তৃণমূল

মমতার বাবা তুলে কথা! দিলীপের ওপর ঝাঁপিয়ে পড়ল তৃণমূল

প্রচার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে কটাক্ষ করেন দিলীপ।

by Pallabi Sanyal
173 views

মহানগর ডেস্ক : এতগুলো বাবা! যার তার মেয়ে হওয়া ঠিক নয়! এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা কে সেই নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী ভোট চাওয়ার সময় বাংলায় বলেন, তিনি বাংলার মেয়ে, গোয়ায় গিয়ে বলেম তিনি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন তিনি ত্রিপুরার মেয়ে। কে বাপ তা ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়। ঠিক এভাষাতেই আক্রমণ শানিয়েছেন দিলীপ।

প্রসঙ্গত, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রার্থী নির্বাচিত করেছে দিলীপ ঘোষকে। সকাল থেকেই চলছে জনসংযোগ থেকে দেওয়াল লিখন। প্রচার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে কটাক্ষ করেন দিলীপ। আর তারপরই দিলীপের ওপর ঝাঁপিয়ে পড়েন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ”শ্রীযুক্ত দিলীপ ঘোষ, আপনি একজন সাংসদ। আপনাকে মাননীয় বলব কিনা, সে বিষয়ে সন্দিহান হয়ে পড়ছি। একজন সাংসদ একজন মহিলার বিষয়ে (এরকম নোংরা ভাষা প্রয়োগ করছেন)। মুখ্যমন্ত্রীর বিষয়ে এরকম কথা বলছেন। একবারের নয়, তিন-তিনবারের মুখ্যমন্ত্রী তিনি। ভারতের রেলমন্ত্রী ছিলেন। আরও অন্যান্য মন্ত্রকের নেতৃত্ব দিয়েছেন। আপনি তাঁকে যে ভাষায় আক্রমণ করলেন, এটা বলার অযোগ্য। আপনি তাঁর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন।বাংলার মানুষ আপনাকে ঘৃণা করে। মহিলাদের বিষয়ে যেভাবে আপনি আক্রমণ করেন, এটা মানুষ মেনে নেবেন না। একবার নয়, বাববার করেন। আপনাকে সাবধান করা হচ্ছে, এরকম কথা বলবেন না। নিজের গণ্ডির মধ্যে থাকুন।”

 

বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রর্থী দিলীপ ঘোষের প্রতদ্বন্দ্বী তৃণমূলের কীর্তি আজাদও দিলীপের মন্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেছেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষ, যিনি আগে মা দুর্গার বংশ নিয়ে প্রশ্ন করেছিলেন, তিনি বাংলার পবিত্র মাটিতে একটি কলঙ্ক।বাংলার জনগণ এমন আচরণ সহ্য করবে না!” রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তীব্র নিন্দা জানিয়েছেন দিলীপের মন্তব্যের পাল্টা। তিনি বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের এর বংশ, অভ্যন্তরে প্রবল দুঃসাহসিকতা প্রকাশ করে,পবন সিংকে অনুসরণ করে, বিজেপি আরেকজন দৈন্যতাবাদী এমপি প্রার্থীকে বেছে নিচ্ছেন, তাদের নারী-বিরোধী অবস্থানকে আবারও নিশ্চিত করেছেন।” কুণাল ঘোষের কথায়, ”দল সরিয়ে দেওয়ায় দিলীপ ঘোষের হতাশা খুবই স্পষ্ট এবং তার অকথ্য ও নীচ আচরণের মাধ্যমে তার নিরাপত্তাহীনতা প্রকাশিত হয়েছে।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved