Home World Donald Trump: নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র, গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প!

Donald Trump: নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র, গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প!

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: নির্বাচনে জিততে ষড়যন্ত্র করার দায়ে গ্রেফতার হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রেফতারের পর তাঁকে জর্জিয়া জেলে রাখা হয়। সেখান থেকে দু লক্ষ মার্কিন ডলারের জামিনে মুক্তি দেওয়া হয় ট্রাম্পকে। ২০২০ সালে দক্ষিণের স্টেটগুলিতে আঠেরোজন অভিযুক্তের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে।

সেই দায়ে বিমানবন্দরে মোটরকেডে রওনা দেওয়ার আগে আটলান্টার ফুলটন কাউন্টি জেলে প্রায় আধঘণ্টা রাখা হয়  আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে। মামলায় বাকিরা, যাঁরা ইতিমধ্যে আত্মসমর্পণ করেছেন, তাঁদের মতো সাতাত্তর বছরের ট্রাম্পের জেলবন্দিদের সঙ্গে ছবি তোলা হয়। আমেরিকার ইতিহাসে এই প্রথম বর্তমান বা প্রাক্তন কোনও  প্রেসিডেন্টের এমন ছবি তোলা হল। শেরিফের অফিস থেকে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে ট্রাম্প গাঢ গভীর নীল রঙের সুট ও সাদা রঙের শার্ট এবং লাল টাই পরে আছেন।

গ্রেফতারের পর ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপালিকান দলের প্রার্থী ট্রাম্প সাংবাদিকদের জানান এটা আমেরিকার কাছে অত্যন্ত দুঃখের দিন। যা ঘটেছে তা বিচারের নামে প্রহসন। তিনি কোনও ভুল করেননি। জেলের ছবি ট্রাম্প জেলে আটক হওয়ার ছবি তাঁর নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম পোস্ট করেছেন। ক্যাপশন দিয়েছেন নির্বাচনে হস্তক্ষেপ বলে। তাঁর প্রচারাভিযানের ওয়েবসাইটের লিংকও দিয়েছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved