Home National চলতি বছরের অগাস্ট মাসেই বন্ধ হতে চলেছে Gmail! কি বলছে সুন্দর পিচাইয়ের কোম্পানি 

চলতি বছরের অগাস্ট মাসেই বন্ধ হতে চলেছে Gmail! কি বলছে সুন্দর পিচাইয়ের কোম্পানি 

by Mahanagar Desk
30 views
মহানগর ডেস্ক : সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি স্ক্রিনশট। বন্ধ হয়ে যাবে জিমেল (Gmail)পরিষেবা! অফিশিয়াল কাজের ক্ষেত্রে অত্যাধুনিক হোয়াটসঅ্যাপের যুগেও জিমেল নির্ভর মানুষ কীভাবে সামলাবে এই ধাক্কা ! উঠছে প্রশ্ন। ইতিমধ্যে এআই-চালিত চ্যাটবট জেমিনির জন্য ক্ষমা চেয়েছিল গুগল। এর পর থেকেই শোনা যাচ্ছে যে এবার বন্ধ হয়ে যেতে বসেছে গুগলের অন্যতম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম জিমেল। ১অগাস্ট, ২০২৪ থেকে নাকি বন্ধ হয়ে যাবে গুগলের জিমেইল পরিষেবা। ওই তারিখের পর থেকে আর ই-মেল পাঠানো যাবে না। এমনকি স্টোরেজ ও পুরো ফাকা হয়ে যাবে। চিঠিতে লেখা ছিল, ‘Gmail আনুষ্ঠানিকভাবে আগস্ট, ২০২৪ থেকে বন্ধ হয়ে যাবে। এই তারিখের পরে, ব্যবহারকারীরা তাঁদের Gmail অ্যাকাউন্টগুলি অ্যাক্সেস করতে পারবে না।’
দীর্ঘদিনের পথচলার কথা উল্লেখ করে নিজেদের গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জিমেল। এমনটাই শোনা যাচ্ছিল। ‘জিমেইল শাটডাউন’ মেসেজ কি ভয় দেখিয়েছে ব্যবহারকারীদের।  এই খবর সামনে আসার পরেই  কেউ উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘বিশ্বব্যাপী লক্ষ লক্ষ সংযোগ, নির্বিঘ্ন যোগাযোগের মাধ্যম Gmail এর যাত্রা শেষ হতে চলেছে, এবার কি হবে!’ অন্যান্য ব্যবহারকারীরাও ভাইরাল চিঠিটি শেয়ার করেছেন।এই ঘটনার সত্যতা খুঁজতে তদন্ত চালানো হয়েছিল। এরপরই সামনে এসেছে আসল সত্য। নজরে এসেছে আরও একটি নিশ্চিতকরণ পোস্ট।
ইতিমধ্যেই জিমেলের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি টুইট পাওয়া গিয়েছে। অর্থাৎ, গুগল জিমেল বন্ধ করে দিচ্ছে, এ তথ্য একেবারেই ভুয়ো। গুগল শুক্রবার জানিয়েছে যে জিমেল বন্ধ করার কোন পরিকল্পনা নেই। Gmail শুধুমাত্র, এর ডিফল্ট ভিউ পুরানো ‘বেসিক HTML’ থেকে নতুনটিতে পরিবর্তন করা হয়েছে। যা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হয়েছে, তাই আজকের আধুনিক জিমেল আগের চেয়ে আরও রঙিন হয়ে উঠেছে।তবে জানা গিয়েছে, যে জিমেল অ্যাকাউন্টগুলি অন্তত দুই বছর ধরে ব্যবহার করা হয়নি বা সাইন ইন করা হয়নি, সেগুলি এবার বন্ধ করা শুরু করবে গুগল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved