Home Bengal কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে উপাচার্য নিয়োগ বোসের! ক্ষুব্ধ মমতা

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে উপাচার্য নিয়োগ বোসের! ক্ষুব্ধ মমতা

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: মাঝরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর দেওয়া হুঁশিয়ারিকেও ডোন্ট কেয়ার রাজ্যপালের। মাঝরাতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল আচার্য সিভি আনন্দ বোস। রাজ্যপাল কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন, মাঝরাতে একথা জানায় রাজভবন। মুখ্যমন্ত্রী কি এবার রাজভবনের সামনে ধরনায় বসবেন?‌

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের বিকাশ ভবনে আগামী ৮ সেপ্টেম্বর ডাকা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, উপাচার্যের কথা শুনে চলতে হবে। অন্যান্য আধিকারিকরা রাজ্য সরকারের কথা শুনতে বাধ্য নন। তারপর এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। এরই মধ্যে মাঝরাতে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ আবার রাজ্য সরকারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ্যপাল বোস।

আরও পড়ুন: প্রথমদিনই কি ১০০ কোটি ছোঁবে জওয়ান! নিজের রেকর্ড নিজেই ভাঙবেন শাহরুখ

কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে অধ্যাপক কাজল দে’কে নিয়োগ করছেন রাজ্যপাল। রাজ্যপাল নিয়োগপত্রে সই করছেন, সেই ছবিও সামনে এসেছে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সংঘাত এবার প্রকট হতে চলেছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে ধন ধান্য স্টেডিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান থেকেই রাজ্যপালের নাম না করেই তাঁকে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে ‘আর্থিক অবরোধ’ করার হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রী জানান, “আপনি (রাজ্যপাল) যদি কলেজ, বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করেন, আর কোনও কলেজ বিশ্ববিদ্যালয় যদি আপনার কথা শুনে চলে আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট। নো কম্প্রোমাইজ। দেখি আপনি কোন কলেজ, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাইনে দেন।” কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যপাল মাঝরাতেই করলেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved