Home National Is AFSPA Being Withdrawn: অমিত শাহের সবুজ সঙ্কেত, অবশেষে অসম থেকে তুলে নেওয়া হচ্ছে আফস্পা আইন

Is AFSPA Being Withdrawn: অমিত শাহের সবুজ সঙ্কেত, অবশেষে অসম থেকে তুলে নেওয়া হচ্ছে আফস্পা আইন

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: অসমের মাটিতে সন্দেহজনক মনে হলেই যে কারোকে গুলি করে নিকেশ করার লাইসেন্স ন্যস্ত ছিল সশস্ত্র বাহিনীর ওপর। ফলে শুরু থেকেই এই আইন নিয়ে বিতর্ক, প্রতিবাদের শেষ ছিল না। বিতর্কিত আইন ঘিরে অসন্তোষ ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্যে। এবার সেই আফস্পার মতো বিতর্কিত আইন তুলে নিতে চলেছে অসম সরকার (Is AFSPA Being Withdrawn) ? দিন চারেক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এ নিয়ে আলোচনার পর কেন্দ্রের কাছে সশস্ত্র বাহিনীর বিশেষ আইন (আফস্পা) তুলে নেওয়ার সুপারিশ করতে চলেছে অসমের বিজেপি সরকার।

অসম সরকারের তরফে এক্সে(পূর্বতন টুইটার) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘোষণা করেছেন। গত সোমবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন হিমন্ত। আলোচনায় আফস্পা তুলে দেওয়া নিয়ে সম্ভাব্য রূপরেখা নিয়ে দুজনের মধ্যে কথা হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ১৯৫৮ সালের বিতর্কিত সশস্ত্র বাহিনীর ( বিশেষ ক্ষমতা) আইনে রাজ্যের উপদ্রুত অঞ্চলগুলিতে সশস্ত্র বাহিনীকে অভিযান চালানোর ক্ষমতা ন্যস্ত করা হয়। মনে করলে যে কারোকে গ্রেফতার করার ক্ষমতাও দেওয়া হয়।

এমনকী শান্তি বজায় রাখতে প্রয়োজনে কারোকে গুলি করে মারার ক্ষমতাও ন্যস্ত হয়। আফস্পার অধীনে একটি অঞ্চল বা জেলাকে উপদ্রুত ঘোষণা করে সশস্ত্র বাহিনীকে অভিযান চালানোর ছাড়পত্র দেওয়া হয়। ১৯৯০ সালে অসমে উপদ্রুত অঞ্চলের বিজ্ঞপ্তি জারি করা হয়। এবং পরিস্থিতি অনুযায়ী পনেরো দিন তা বাড়ানো হয়। রাজ্যের প্রায় সমস্ত জেলা থেকে আফস্পা তুলে নেওয়া হলেও গত বছর আটটি জেলায় আইন জারি রাখা হয়। যে জেলাগুলিতে এখনও আফস্পা জারি রয়েছে, সেগুলি হল ডিব্রুগড়, তিনসুকিয়া, চালাইদেও,শিবসাগর, গোলাঘাট, জোরহাট. কার্বি আংলং ও ডিমা হাসাও জেলায় সশস্ত্র আইন লাগু রয়েছে।

গত পনেরো আগস্ট স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তাঁর সরকার এ বছরের শেযাশেষি গোটা রাজ্য থেকে আফস্পা তুলে দেওয়ার চেষ্টা করছে। প্রসঙ্গত, এই বিতর্কিত আইন প্রথম জারি করার পর মোট ৬২ বার এর মেয়াদ বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন উত্তরপূর্ব অঞ্চল এখন সন্ত্রাসবাদ থেকে মুক্ত। গত তিন বছরে চারটি শান্তি চুক্তিতে সই করা হয়েছে। প্রায় আট হাজার বিদ্রোহী মূলস্রোতে ফিরে এসেছে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved