Home Crime ISI ও পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগ জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের মুখ্য কর্মকর্তার

ISI ও পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগ জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের মুখ্য কর্মকর্তার

by Shreya Maji
4 views
Bank official

শ্রীনগর: ভারত থেকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। অভিযান অব্যহত রয়েছে। বিশেষ নজরে রয়েছে জম্মু-কাশ্মীরের এলাকা। সন্ত্রাসবাদীদের টাকা দিয়ে সাহায্য করা হচ্ছে ভারতে বসে সেই প্রমাণও মিলেছে। সুরক্ষার জন্য   জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক শনিবার  চিফ ম্যানেজার সাজাদ আহমেদ বাজাজকে বরখাস্ত করেছে। জম্মু ও কাশ্মীর অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করার জানতে পেরেছে যে চিফ ম্যানেজারের  পাকিস্তানের গোয়েন্দা বিভাগ আইএসআই এবং সন্ত্রাসী সংগঠনের  সঙ্গে সম্পর্ক রয়েছে।

কর্মকর্তারা বলেছেন যে সাজাদ আহমেদ বাজাজকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি রাজ্যের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।  জম্মু-কাশ্মীরের  CID-এর সূত্র  জানিয়েছে যে বাজাজ ছিল “আইএসআই-এর পক্ষে কাজ করা সন্ত্রাসবাদী-বিচ্ছিন্নতাবাদী নেটওয়ার্কগুলির একটি এমবেডেড সম্পদ”। তথ্যে আরও বলা হয়েছে   হয়েছে যে তিনি স্থানীয় দৈনিক পত্রিকা গ্রেটার কাশ্মীরের মালিক ও সম্পাদক ফায়াজ কালুর মাধ্যমে  ১৯৯০ সালে আইএসআই দ্বারা জম্মু-কাশ্মীরের ব্যাঙ্কে কাজে যোগ দিয়েছিলেন।

তদন্তকারীদের হএতে তথ্য আসার পরেই সকলে সতর্ক হয়। অভিযুক্ত ঠিক কতটা সাহায্য করেচগে আইএসআই এবং পাক জঙ্গিগোষ্ঠীকে তা তদন্ত করে দেখা হবে বলেও জানানো হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved