Home Kolkata ১০০ দিনের বকেয়া পরিশোধে উচ্চ পর্যায়ের ৮ সদস্যের কমটি গঠন নবান্নের

১০০ দিনের বকেয়া পরিশোধে উচ্চ পর্যায়ের ৮ সদস্যের কমটি গঠন নবান্নের

এই কমিটির শীর্ষে রাখা হয়েছে রাজ্যের পঞ্চায়েত সচিবকে।

by Mahanagar Desk
49 views

মহানগর ডেস্কঃ ১০০ দিনের বকেয়া কাজের টাকা দেবে রাজ্যই, এমনটাই ঘোষণা করেছে রাজ্যের শাষক শিবির। এবার কথা মতোই কাজে নেমে পড়ল তৃণমূল। এই চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই বকেয়া টাকা দিতে চলেছে রাজ্য।এই বকেয়া টাকা পরিষোধের প্রক্রিয়ার অপর নজর রাখতে ৮ সদ্যসের উচ্চ পর্যায় কমটি গড়ার সিদ্ধান্ত নিল নবান্ন।এই কমিটির শীর্ষে রাখা হয়েছে রাজ্যের পঞ্চায়েত সচিবকে।

১০০ দিনের বকেয়া টাকা পেতে কি কি নিয়ম মানতে হবে তা সম্পর্কে একটি বিস্তারিত গাইডলাইন ইতিমধ্যেই পাঠানো হয়েছে বিভিন্ন জেলা গুলিকে। সেই সঙ্গে ১০০ দিনের বকেয়া টাকা রাজ্য দেওয়ায় তার ঢালাও প্রচার কর্মসূচি কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তা সম্পর্কেও একটি গাইডলাইন দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। মোট ২৪ লক্ষ ৫০ হাজার শ্রমিককে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই টাকা দেওয়ার প্রক্রিয়ায় যাতে কোন সমস্যা না তৈরি হয় তার জন্যই গঠন করা হয়েছে এই কমটি, এমনটাই খবর নবান্ন সূত্রের।

অপরদিকে বকেয়া ইস্যু নিয়ে উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক ডেকেছে কেন্দ্র। এদিনই এই বৈঠকে যোগ দেবেন রাজ্যের কয়েকজন সচিব পর্যায়ের আধিকারিকরা খবর সূত্রের। দিল্লিতে জানুয়ারী মাসেই প্রথম আধিকারিক পর্যায়ে বৈঠক করেছিল কেন্দ্র ও রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর কেন্দ্র ও রাজ্যের আধিকারিক পর্যায়ের বৈঠক হবে বলে জানানো হয়েছিল। কিন্তু এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে বকীয়া মেটানোর সময়সূচী দেয়। সময় সূচী দেওয়ার পরও কেন্দ্র বকেয়া টাকা না দেওয়ায় ধরনায় বসেন মমতা। এরপরেই মমতা সিদ্ধান্ত নেয় ১০০ দিনের কাজের টাকা দেবে রাজ্যই।আজ, বুধবার দিল্লির আধিকারিরক পর্যায়ের বৈঠকে যোগ দেবেন অর্থ সচিবের পাশাপাশি আরও বেশ কয়েকটি দফতরের সচিব।

১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার জন্য নবান্ন যে গাইডলাইন গুলি দিয়েছে সেখানে জব কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বৈধতা পাশাপাশি একই নামে একাধিক জব কার্ড রয়েছে কী না, তা খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। পাশাপাশি বড় বড় হোর্ডিং লাগিয়ে ১০০ দিনের বকেয়া টাকা পাওনাকারীদের নাম ও কত টাকা তাঁরা পাবেন তার বিষদ তথ্য উল্লেখ করতে বলা হয়েছে। বকেয়া টাকা পরিশোধের ক্ষেত্রে যাতে কোনও অস্বছতা না হয় তার জন্যই এই ৮ সদস্যের নজরদারি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি যথেষ্ট গুরুত্বপূর্ন বলেই মনে করা হচ্ছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved