Home Kolkata লোকসভা আগে নজরে মমতার রাজ্য, বঙ্গ সফরে আসছেন মোদী-শাহ

লোকসভা আগে নজরে মমতার রাজ্য, বঙ্গ সফরে আসছেন মোদী-শাহ

by Shreya Maji
12 views

মহানগর ডেস্ক:  লোকসভা যুদ্ধের ঘণ্টা বেজে গিয়েছে। শুধু কি তাই প্রচারও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। আসন্ন ২৪-এর ভোটে অনান্য রাজ্যের মতই বিজেপির পাখির চোখ বাংলা। কারণ এই রাজ্যে নেহাত কম আসন আসন নেই। তাই এবার ময়দানে নামতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রে খবর বঙ্গ সফরে  আসছেন নমো। তবে শুধু মোদী নন বাংলায় আসছেন তাঁর ডান হাত তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা গিয়েছে উচ্চ-মাধ্যমিক শেষ হলেই বঙ্গে আসবেন এই দুই জুটি। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। সূত্রের খবর উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষ দিন অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ।  তাঁর একাধিক কর্মসূচী রয়েছে। অন্যদিকে উচ্চমাধ্যমিক শেষ হলে বাংলায় একাধিক প্রকল্পের উদ্বোধনে বাংলায় আসবেন নরেন্দ্র মোদী। এমনটাই খবর। লোকসভা ভোটের আগে মোদীর  বঙ্গ সফর বঙ্গ বিজেপি  কর্মীদের মধ্যে অন্য এনার্জি দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।

 জানিয়ে রাখা ভাল, জাতীয় নির্বাচন কমিশন মার্চের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে। এমনটাই সূত্রের খবর। তবে তার আগে ৪ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকের কথা রয়েছে  মুখ্যসচিব, ডিজির পাশাপাশি  জেলাশাসকদের সঙ্গে।  তাই বলাই বাহুল্য যে এবারের লোকসভা নির্বাচনে বিশেষ করে বাংলার উপর আলাদা নজর রয়েছে। বঙ্গে ৪২টি আসের মধ্যে যতটা সম্ভব আসন দখল করা যায় সেই চেষ্টা করছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের নজর থাকছে প্রার্থী তালিকার দিকেও।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved