Home National আজ থেকে শুরু হচ্ছে রাম মন্দির অভিষেকের আচার-অনুষ্ঠান ,জেনে নিন কোন দিন কি পালন হবে

আজ থেকে শুরু হচ্ছে রাম মন্দির অভিষেকের আচার-অনুষ্ঠান ,জেনে নিন কোন দিন কি পালন হবে

১৪০ কোটি ভারতীয়ের সঙ্গেই রাম মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে সাক্ষী থাকবে বাইরের দেশের বহু বিশিষ্ট ব্যক্তি।

by Shreya Maji
22 views

মহানগর ডেস্ক:  অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি পুরোদমে চলছে এবং মন্দিরে রাম লল্লার অভিষেক অনুষ্ঠান শুরু হবে আজ থেকেই। খুঁটিনাটি নিয়ম মেনেই হবে যাবতীয় অনুষ্ঠান। সেই প্রস্তুতি শুরু হয়েছে। সাজিয়ে ফেলা হয়েছে মন্দির প্রাঙ্গন। ফুল আসছে বাইরের দেশ থেকে। ১৪০ কোটি ভারতীয়ের সঙ্গেই রাম মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে সাক্ষী থাকবে বাইরের দেশের বহু বিশিষ্ট ব্যক্তি।

২২ শে জানুয়ারী অযোধ্যায় রাম লল্লার নতুন মন্দিরে অনুষ্ঠান এবং পূজা অনুষ্ঠানের আগে আজ ১৬ থেকে ৭ দিন ধরে চলবে আচার পালনের অনুষ্ঠান। ১৭ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে  মূর্তি স্থাপন করা হবে। এবং ২২ জানুয়ারি হবে প্রাণ প্রতিষ্ঠা। মন্দির ট্রাস্টের পক্ষ থেকে ৭০০০ জনের বেশী  লোককে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের মধ্যে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার   বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনী থেকে শুরু করে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন সহ একাধিক তারকা । মন্দিরে জমকালো অনুষ্ঠানের জন্য শহর সাজানো হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদI যোগ দেবেন।

 কোন দিন কোন আচার অনুষ্ঠান হবে জেনে নিন…

জানুয়ারী ১৭

রাম লালার মূর্তি নিয়ে একটি মিছিল পৌঁছবে অযোধ্যায়। মঙ্গল কলশে সরুর জল বহনকারী ভক্তরা পৌঁছে যাবেন রাম জন্মভূমি মন্দিরে।

 জানুয়ারি ১৮

গণেশ অম্বিকা পূজা, বরুণ পূজা, মাতৃকা পূজা, ব্রাহ্মণ বরণ ও বাস্তু পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিক আচার শুরু হবে।

 জানুয়ারি ১৯

পবিত্র আগুন জ্বালানো হবে, এরপর ‘নবগ্রহ’ এবং ‘হবন’ (আগুনকে ঘিরে পবিত্র আচার) প্রতিষ্ঠা করা হবে।

 জানুয়ারি ২০

রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ সর্যু জল দিয়ে ধুয়ে ফেলা হবে, তারপরে বাস্তু শান্তি এবং ‘অন্নধীবাস’ আচার হবে।

জানুয়ারি  ২১

রাম লালা মূর্তিকে ১২৫টি কলসের জলে স্নান করানো হবে ।

মন্দিরটি ২১ এবং ২২ জানুয়ারী ভক্তদের জন্য বন্ধ থাকবে এবং পরের দিন ২৩ জানুয়ারী মানুষের জন্য উন্মুক্ত থাকবে।  অনুষ্ঠানের আমন্ত্রিতদের  সঙ্গে ১০০ টিরও বেশি চার্টার্ড  বিমান অযোধ্যায় অবতরণ করবে। শেষ দিনে ১৫০টি দেশ থেকে ভক্তরা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ‘প্রাণ প্রতিষ্টা’ অনুষ্ঠান হবে এবং রাম লল্লার দেবতাকে পবিত্র করা হবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved