Home National চাপে মুখ্যমন্ত্রী KCR, তেলেঙ্গানায় অর্ধেকের বেশী আসন কংগ্রেসের দখলে

চাপে মুখ্যমন্ত্রী KCR, তেলেঙ্গানায় অর্ধেকের বেশী আসন কংগ্রেসের দখলে

by Shreya Maji
6 views

মহানগর ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল। আজ ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। লড়াই চলছে হাড্ডাহাড্ডি। মিলেছে পালাবদলের ইঙ্গিত। তেলেঙ্গানা হাতছাড়া হতে পারে মুখ্যমন্ত্রী কেসিআর-এর দল বিআরএস-এর। এগিয়ে গিয়েছে কংগ্রেস। ১১৯ আসনের মধ্যে ইতিমধ্যেই অর্ধেক আসন পেরিয়ে গিয়েছে কংগ্রেস। সেই সঙ্গেই চাপ বাড়ছে মুখ্যমন্ত্রীর।

সকাল থেকে পাওয়া ফল অনুযায়ী তেলেঙ্গানাতে কংগ্রেস ৬৫ আসনে এগিয়ে রয়েছে ।৪৬ আসনে  বিআরএস এগিয়ে রয়েছে । আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এগিয়ে রয়েছে মাত্র ৪টি আসনে, বিজেপি এগিয়ে মাত্র ৩টি আসনে। কংগ্রেস এবং কেসিআর-এর দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে এই প্রথমবারের মতো ভারতের সবচেয়ে কনিষ্ঠ রাজ্য অন্য দলকে নেতৃত্ব দেখাবে।  ২০১৪ সালে রাজ্যের জন্মের পর থেকে BRS ক্ষমতা ধরে রেখেছে।  মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দুটি আসন থেকে লড়ছেন,  গাজওয়েল এবং কামারেডি। তিনি বর্তমানে গাজওয়েলে  এগিয়ে রয়েছেন তবে কামারেডিতে পিছিয়ে আছেন।

অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র লাবণ্য বল্লাল জৈন বলেছেন যে তাঁর দল জয় নিয়ে  “খুব নিশ্চিত”। তিনি বলেছেন,  “আমরা আত্মবিশ্বাসী যে আমরা সরকার গঠন করব।” তিনি আরও জানিয়েছেন,   “কংগ্রেস “অপারেশন লোটাসের” এর মতো কোনো অভিযানের পরিকল্পনা করছে না। “যদি মানুষ এবং অন্যান্য দল যোগ দিতে চায়, তাদের স্বাগত জানাই। আমরা শিকার করতে যাচ্ছি না, কংগ্রেস এভাবে কাজ করে না।”  এক্সিট পোলগুলি কংগ্রেসের জয়ের পূর্বাভাস দিয়েছে। যেখানে বলা হয়েছে কংগ্রেস ৬২  টি আসন জিতবে  এবং বিআরএস এর ৪৪টি আসন কমতে পারে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved